Popular News

Total Pageviews

You Are Here: Home - Earn money , Freelancing , microjobs - Microworkers tutorial part - 5>> Yahoo jobs tutorial

Part-4 এ আমি দেখিয়েছিলাম কিভাবে Yahoo Answer Level 1 ID-কে Yahoo Answer Level 2 ID-তে পরিনত করবেন। এই Part-এ আমি দেখাবো কিভাবে Microworkers-এ Yahoo Answer Job করতে হয়।

Microworkers-এ সাধারনত দু’ধরনের Yahoo Answer Job পাওয়া যায়:
1. সাধারন Yahoo Answer Job (Ex. Yahoo Answer + Link to keywords)
2. Cheetuh Yahoo Answer Job (Ex. Yahoo Answer + Link to #RfTr57Y)

দু’ধরনের Yahoo Answer Job-এই আপনাকে একটি Keyword আর একটি URL দেয়া হবে, সেই Keyword-এর সাথে মিল রেখে আপনাকে একটি Question খুজে বের করতে হবে এবং সেই Question-এর Answer করে “What’s your source?” Box-এ তাদের দেয়া URL-টি বসিয়ে Submit দিতে হবে।

সাধারন Yahoo Answer Job-এ “What was expected?”-এর মধ্যেই একটি Keyword আর একটি URL দেয়া থাকে নতুবা তারা একটি URL-এ যেতে বলবে যেখানে গেলেই আপনি Keyword এবং URL পেয়ে যাবেন। আর Cheetuh Yahoo Answer Job-এ “What was expected?”-এর মধ্যে এক নম্বর’এ Go to দিয়ে একটি Website-এ যেতে বলবে, যেখানে গেলেই আপনি Keyword এবং URL পেয়ে যাবেন। চলুন দেখি কিভাবে করা যায়…

১. Yahoo Answer Job করার জন্য র্সবপ্রথম আপনার Yahoo Answer ID (অর্বশ্যই Level 2 ID) দিয়ে http://answers.yahoo.com এ Log in করুন। “What are you looking for?” Box-এ Keyword-টি লিখে Search Y! Answers-এ click করুন।

২. ধরে নিন তাদের দেয়া Keyword = iPhone software এবং URL = http://www.apple.com. একটি কথা আগেই বলে রাখি, যদি কোন Question-এর Best Answer সিলেক্ট করা হয়ে থাকে তাহলে আপনি সেই Question-এর Answer করতে পারবেন না। তাই আপনাকে এমন একটি Question খুজে বের করতে হবে যার Best Answer সিলেক্ট করা হযনি। এ ধরনের Question খুজে বের করতে Keyword-টি লিখে Search দেবার পর “Date Submitted”-এ 24hrs, 3 days অথবা 7 days সিলেক্ট করে Apply দিন।

৩. এখন Search রেজাল্ট থেকে যেকোন একটি Question র্নিবাচন করে Answer Question-এ ক্লিক করুন।

৪. “Your Answer” Box-এ একটি যুক্তি সংগত Answer লিখুন (Top secret: Cheetuh Yahoo Answer Job-এ যুক্তি সংগত Answer না দিলেও কোন সমস্য নাই কিন্তু Yahoo আংকেল বুঝতে পারলে আপনাকে সহ Black list-এ রেখে দিবে)। “What’s your source?” Box-এ তাদের দেয়া URL = http://www.apple.com-টি বসিয়ে Submit দিন।

৫. সাধারন Yahoo Answer Job-এ Required proof হিসেবে আপনার কাছে চাওয়া হবে আপনি যে Question-টির Answer করেছেন তার URL এবং আপনার Yahoo Answer Screen Name.

৬. আর Cheetuh Yahoo Answer Job-এ আপনার কাছে Requider proof হিসেবে চাওয়া হবে 7 Character Code. “What was expected?”-এর মধ্যে এক নম্বর’এ Go to দিয়ে যে Website-এ গিয়ে আপনি Keyword এবং URL পাবেন তার ঠিক নিচে Yahoo Answer URL বসানোর জন্য একটি Box দেখতে পাবেন সেখানে আপনি যে Question-টির Answer করেছেন তার URL দিয়ে Submit দিলেই আপনাকে 7 Character Code দিয়ে দিবে।

৭. কিন্তু যদি আপনি “What’s your source?” Box-এ তাদের দেয়া URL-টি ঠিক মত না বসান তাহলে 7 Character Code দিবে না। আপনি যে Browser ব্যবহার করে Answer করবেন সেটা ব্যতিত অন্য কোন Browser-এ আপনি যে Question-টির Answer করেছেন তার URL বসিয়ে দেখতে পারেন যে আসলেই আপনার দেয়া Answer-টি সেখানে দেখাচ্ছে কি না। অনেক সময় আপনি ঠিকমত Answer দিলেও আপনার Answer-টি সেখানে দেখাবে না, কারন Yahoo Answer কিছু Website-কে তাদের black list-এ রাখে আর সেই Website-এর URL যদি কেউ “What’s your source?” Box-এ দেয় তাহলে তার Answer-টি Automatic ডিলেট হয়ে যায়, সে সকল Job-কে Ignore করাই ভাল।

আশা করি Yahoo Answer Job করতে আপনাদের আর কোন সমস্য হবে না।

আজ এই পর্যন্তই।