Microworkers tutorial part - 2 >> Working process >>
গত পর্বে দেখিয়েছি কিভাবে কিভাবে মাইক্রোওয়ার্কার্স.কম এ রেজিষ্ট্রেশন এবং প্রোফাইল সাজাবেন । এই পর্বের মূল আলোচনা হবে, কিভাবে একটি জব পছন্দ করবেন এবং তা বায়ারের চাহিদা অনুযায়ী সাবমিট করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই ….
মাইক্রোওয়ার্কার্স এ আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন আপনার কোয়ালিটি মত। তবে, এখানে কাজ করার আজে ঠিক বড় বড় ফ্রীলান্সিং সাইটের মত বায়ারের চাহিদা আগে বুঝতে হবে আপনাকে। মানে বায়ার আপনার কাছে কি কি চাচ্ছে তার কাজের জন্য। একটু লক্ষ করুন কাজ করার পূর্বে কি কি বিষয় এর দিকে নজর দিবেন অবশ্যই :
ক. কাজ করতে শুরু করার আগে ভাল ভাবে জব বিবরন পড়ে নিবেন যে, আপনি জবটি করতে পারবেন কিনা। এখানে একটি কথা মনে রাখবেন, অনেক জব তাকবে যেটা আপনি করতে পারবেন। কিন্তু বায়ার তার কাজটির জন্য নির্দিষ্ট দেশ নির্বাচন করে দেন। সেই দেশ ব্যতিত অন্য কেউ কাজ করলেও পেমেন্ট পাবে না। আপনিও সেই দেশের আওতাভূক্ত না হয়ে কাজ করলে আপনি পেমেন্ট পাবেন না এটা ১০০% নিশ্চিত।
খ. সব মাইক্রো ফ্রীলান্সিং সাইটের কাজগুলোই সবনিম্ন ১ মিনিট থেকে সর্বোচ্চ ১৫ মিনিট এর হয়ে থাকে। এত দেখা যায় অনেক কাজই সময়ের মধ্যে হতে পারে আবার নাও হতে পারে। এক্ষেত্রে কিছু চালাকি অবলম্বন করবেন, সেটা হল বায়ারের বিবরন এবং জব প্রুফ হিসাবে কি কি তথা চাইছেন তা স্টেপ বাই স্টেপ সেভ করে নিয়ে কাজ শেষ করবেন তার পরে নিচের থেকে I Accept this job এ ক্লিক করবেন। এর আগে যদি I Accept this job ক্লিক করেন আর সময়ের মধ্যে কাজ শেষ করে প্রুফ সাবমিট করতে না পারেন তাহলে সয়ংক্রিয় ভাবে আপনি ডিসকোয়ালিফাই হবেন সেই জবের জন্য।
১ এবার চলুন জব শুরু করি। এখানে আমি Jobs/Available Jobs এ ক্লিক কররে অনেক ধরনের জবস দেখতে পারবেন।
২. এখানে থেকে একটি জব নির্বাচন করেছি “ইউটিউব একাউন্ট” সাইনআপ করার। YouTube: Create an Account project. নিচের চিত্রটি দেখুন। প্রোজেক্টটি সাকেসস হলে/বায়ার এর চাহিদা অনুযায়ী করতে পারলে আমি পাবো .১০ সেন্ট। প্রোজেক্ট এর পাশে সময়টি লক্ষ করুন।
৩. আপনি এখন প্রোজেক এর বিবরন পেজ এ আছেন। প্রোজেক্ট টাইটেলের নিচে লক্ষ করুন কত সময় এবং কত টাকা আপনাকে দেয়া হবে উক্ত কাজটির জন্য। You can accept this job if your are from these countries এই লিখা এর নিচে যদি International – All Countries accepted লিখা থাকে তবে, এটি সব দেশের জন্য। আর যদি দেশ উল্লেখ করে দেয়া থাকে তবে তা ঐ সকল নির্দিষ্ট দেশের জন্য। এরপর what is expected from workers? এর আপনাকে বায়ার কি কি করতে বলছে তা এখানে লিখা থাকবে এবং সবশেষে কাজে প্রুফ বা প্রমান স্বরূপ আপনাকে কি কি সাবমিট করতে হবে তা পাবেন Required proof hat task was finished অংশে। সব ভালভাবে দেখা হলে, এইবার চলুন what is expected from workers? এ চাহিদা মত কাজ করতে শুরু করি।
৪. ইউটিউব একাউন্ট করতে অবশ্যই জিমেইল একাউন্ট দরকার পরবে। তাই, ইউটিউব একাউন্ট করার আগে জিমেইলে এ একটি একাউন্ট সাইনআপ করে নিতে হবে।
৫. জবটি যেহেতু YouTube এর একাউন্ট সাইনআপ করার সেই ক্ষেত্রে www.youtube.com এ যেতে হবে। তারপর Create Account এ ক্লিক করে ইউটিউব একাউন্ট রেজিষ্ট্রেশন পেজে যেতে হবে।.
৬. বায়ারের দেয়া নির্দেশনা মত ইউটিউব একাউন্ট এর তথ্য দিলাম। উল্লেখ, বেশির ভাগ ক্ষেত্রেই ইউটিউব একাউন্ট করার সময় বায়ার ইউটিউবের জন্য ইউজার নাম দিয়ে দেন। সেক্ষেত্রে তার দেয়া নাম দিয়েই একাউন্ট সাইনআপ করতে হবে। Date of birth ১৮ এর উপরে হতে হবে। সব তথ্য দেয়ার পরে ইউটিউব এর Terms of Service এ টিক মার্ক দিয়ে I accept বাটনে ক্লিক করতে হবে।
৭. সব শেষে ইউটিউবের জন্য Email Address, Password এবং Word verification দিয়ে Create New Account and Finish বাটনে ক্লিক করতে হবে।
৮. এবার আপনি ইউটিবের জন্য যে, ইমেইল ঠিকানাটি ব্যবহার করলেন, সেটিতে একটি কনফর্ম/ভেরিফিকেশন মেইল পাবেন। কনফর্ম/ভেরিফিকেশন লিঙ্ক এ ক্লিক করে একাউন্টটি একটিভ করুন।
ব্যাস !!! এ পর্যন্ত আপনার একাউন্ট সাইনআপের কাজ শেষ। এবার চলুন জব প্রুফ সাবমিট করবেন কিভাবে তা দেখি …
৯. ৩নং স্টেপ এ প্রুফ সাবমিটের যে কথা বলেছিলাম তা এবার এখানে করতে হবে। নিচের চিত্রের মত করে I accept this job এ ক্লিক করতে হবে।
১০. এখানে আপনার জব প্রুফ হিসাবে যা বায়ার চেয়েছিল তা বসায় দিন। উল্লেখ্য, ইউটিউব একাউন্ট এর এই জবটিতে বায়ার আমার থেকে শুধু মাত্র ইউটিউব ইউজার নাম এবং পাসওয়ার্ড চেয়েছিল। আমি তা বসায় দিয়ে I confirm that I have completed this task বাটনে ক্লিক করলাম।
১১. কনফার্ম বার্তা হিসাবে পরের পেজে দেখতে পারবেন, You have successfully submitted your task.
১২. জবটি আমি সফলভাবে শেষ করতে পেরেচি এবং তা বায়ার একসেপ্টও করেছে। প্রমান স্বরুপ নিচের চিত্রটি দেখুন
১৩. Payment Proof দেখুন…
এই হল মাইক্রোওয়ার্কাস.কম এর জব সাবমিট করার পূর্ণাঙ্গ পদ্ধতি। কোথায় বুঝতে কোন রকমের সমস্যা থাকলে অবশ্যই মন্তব্যে জানাতে ভুলবনে না।
ধন্যবাদ !!Microworkers tutorial part - 1 >> Get started with Registration >>ফ্রীলান্সিং মার্কেটপ্লেস “মাইক্রোওয়ার্কার্স” টিউটোরিয়াল পর্ব – ১
তো আসুন শুরু করা যাক -
বর্তমান বিশ্বে আমাদের চাহিদার সাথে মিল রেখে অনেক ফ্রীলান্সিং সাইট এর উদ্ভাবন হয়েছে। কিন্তু, সবাই কি আমরা সেসব সাইট থেকে কাজ নিতে পারছি? উত্তর, অবশ্যই “না”! কারন, আমরা কাজ করতে সবাই ইচ্ছুক কিন্তু ক’জন জানি সেসব কাজ করতে? এখানেও উত্তর আসবে হাতেগোনা কয়েকজন। একটা কথা মনে রাখতে হবে, শুধু কাজ করতে চাইলেই হবে না। কাজ করতে হলে আগে কাজ জানতে হবে। তারপর জানতে হবে কিভাবে কাজ বায়ার থেকে নিবেন সবার সাথে পাল্লা দিয়ে। এবার হয়তো ভাবছেন আপনাকে দিয়ে ফ্রীলান্সিং হবে না এতো ঝামেলার মাঝে। আসলেই কি তাই? তাহলে কি আপনার দ্বারায় ফ্রীলান্সিং হবে না?
আসলে ফ্রীলান্সিং প্লাটফর্মাটা এতটাই বড় আর জটিল যে, এখানে কাজ না জেনে আপনি অন্যেদের সাথে কখনোই প্রতিযোগীতায় টিকতে পারবেন না। আর যদি মানে কারেন আপনাকে দিয়ে আসলেই সেইসব বড় সাইটে কাজ হবে না অথবা সেইসব বড় সাইটে কাজ করার আগে নিজেকে কিছুটা ঝালিযে নিতে চাচ্ছেন অথবা পড়াশুনার পাশাপাশি নিজের এবং ইন্টারনেটের বিল নিজের পকেট থেকে দেয়ার মত ক্ষমতা রাখবেন, তাহলে চলুন আপনার জন্যই অপেক্ষা করছে ….
বর্তমান মাইক্রো-ফ্রীলান্সিং বিশ্বে এমন অনেক সাইট রয়েছে যেখানে আপনি সামন্য কিছু কাজের ধারনা নিয়ে অনায়াসে মাসে ২০০০-৩০০০ টাকা উপার্জন করতে পারবেন। এই টাকা দিয়ে অন্তুত নিজের নেট বিল, মোবাইল এবং পকেট খরচতো চলবে পড়াশুনার পাশপাশি। সবচেয়ে ভাল এবং অনেক ধরনের কাজ পাওয়া যায় এমন একটি সাইট অনেকেই জানেন…“মাইক্রোওয়ার্কার্স.কম”।
আজকের পোষ্টি সাজানো হয়েছে শুধু মাত্র কিভাবে মাইক্রোওয়ার্কার্স.কম এ রেজিষ্ট্রেশন এবং প্রোফাইল সাজাবেন তা নিয়ে।
নোটঃ মাইক্রোওয়ার্কস এর রেজিস্ট্রেশন করতে গের অনেকের আইপি সমস্যা দেখাতে পারে। কারন, একই আইপি থেকে একর অধিক একাউন্ট রেজিষ্টার করা যাবে না। তাই যাদের এই সমস্যাটি দেকাবে তারা অন্য কম্পিউটার/আইপি থেকে রেজিস্ট্রেশন করুন। Use Hidemyass.com
চলুন টিউটোরিয়াল শুরু করি…..
আজকের পোষ্টি সাজানো হয়েছে শুধু মাত্র কিভাবে মাইক্রোওয়ার্কার্স.কম এ রেজিষ্ট্রেশন এবং প্রোফাইল সাজাবেন তা নিয়ে।
১. নিচের মাইক্রোওয়ার্কার্স.কম এর ব্যানারটিতে ক্লিক করে তাদের হোম পেজে প্রবেশ করুন।
২. হোম পেজে আসলে নিচের চিত্রের মত Register for free লিখাতে ক্লিক করুন।
৩. নতুন পেজ আসলে নিচের মত করে আপনার তথ্য দিন এবং Submit বাটন এ ক্লিক করুন।
৪. এবার আপনি যে ইমেইল টি ব্যবহার করে মাইক্রোওয়ার্কার্স.কম এ রেজিষ্ট্রেশন করলেন সেটিতে একটি ভেরিফিকেশন ইমেইল পাঠানো হয়েছে এই মর্মে একটি বার্তা দেখতে পারবেন ঠিক নিচের চিত্রের মত।
৫. আপনার সেই ইমেইলে লগইন করে মাইক্রোওয়ার্কার্স.কম থেকে পাঠানো ভেরিফিকেশন লিঙ্কটিতে ক্লিক করুন।
৬. লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে মাইক্রোওয়ার্কার্স.কম এর রেজিষ্ট্রেশনের এর দ্বিতীয় পেজে চলে আসবেন। এবং আপনার প্রোফাইলটি একটিভ হয়েছে এমন বার্তা পাবেন।
৭. এবার Account মেন্যু এর Contact details এ আপনার পুরো নাম, ঠিকানা, পোষ্টাল কোড, শহর ইত্যাদি সঠিকভাবে লিখে দিয়ে Save করুন।
ব্যাস !!! আপনার মাইক্রোওয়ার্কার্স.কম এর প্রোফাইল তৈরী এবার কাজ করার জন্য প্রস্তুত হোন।
Mention the word "Exabytes", what pop up in your mind? Whether it's just a common IT term or a name with a thousand and one meanings, for us, it's more than just a name. It's our trademark, our identity, our integrity, our history and our honor to exist in this robust cyber world. Everything started with our hostkaki.com when we were just a reseller and the present CEO was the sole founder then. It was just like a jigsaw puzzles. Step by step, piece by piece, we arranged and strived to give the best service to our clients and finally in the year 2001, together with our dedicated and loyal team, Exabytes was established. We have changed our outlook as a web hosting reseller to a web hosting provider by then. Nothing came by easy, though.
Back then, we only had around a group of five staff consisting the CEO, the customer service and technical department. Together, they had to work round the clock to achieve our mission and our values. Arranging jigsaw puzzles has never been easy, right? Trial and error was the gist of our success. We had gone through ups and downs, and most importantly, our utmost mission was to make sure we had provided the best to our clients, ensuring that we did not make mistakes all the way, although at times, it was unavoidable. But, we learnt each time we made one and making sure it will not happen in future.
Here get all the working Lists of 100+ sites for free SMS
Lists of 100+ sites for free SMS
http://mobile.fares.net/sms/uae
http://www.itsalat.com/
http://www.quios.com/
http://www.clickatell.com/
www.ulluminati.ch/Nexus/sms.html
http://www.freesms.net/
http://www.free-sms.com/
http://www.lycos.co.uk/
http://www.sms.at/
http://www.sms.com/
http://www.smsyes.com/
www.smsuae.com/sms-uae
http://www.edihasms.com/
http://www.shortmessage.com/
www.worldxs.net/sms.html
www.hot.it/sms
http://www.smspress.com/
http://www.freesms.com/
http://www.textmefree.com/
http://www.rosms.home.ro/
http://www.nice-prizes.de/
http://www.uni.de/
http://www.quicksms.de/
http://www.cbfsms.com/
http://www.sms.de/
www.send.sms.to/free.asp
http://www.genie.co.uk/
www.world-free.com/free-sms
www.aircall.ch/sms/sendmsg_main_free.asp
www.telefonmarkt.de/sms/sms_info.php
http://www.free-sms-service.de/
http://www.freesms.2way.de/
www.bestspider.com/sms
http://www.metacrawler.de/
www.jokes.gr/en/sms
www.call-magazine.de/free_sms
http://www.vizzavi.it/
www.uboot.com/uk
www.ournet.md/sms
http://www.cellular.co.za/download_...ms_software.htm
http://www.freesms.co.za/
http://www.hotsms.com/
http://www.jfax.de/
http://www.smsfree.co.uk/
www.mobileedge.co.uk/freesms/freesms.htm
http://www.sms-sprueche.tv/
http://www.sms.mums.it/
http://www.smspup.com/
www.jump.to/freesms
http://www.awalsms.com/
http://www.uaesms.com/
www.jinny.com.lb/sms
www.cellular.co.za/send_sms2.htm
http://www.mobizone.com/
http://www.smspop.com/
http://www.nemra1.com/
http://www.boswtol.com/
http://free-sms-message.com/index.htm
http://adleel.com/sms.htm
http://www.itsalat.com/
http://www.quios.com/
http://www.clickatell.com/
www.ulluminati.ch/Nexus/sms.html
http://www.freesms.net/
http://www.free-sms.com/
http://www.lycos.co.uk/
http://www.sms.at/
http://www.smsyes.com/
www.smsuae.com/sms-uae
http://www.edihasms.com/
www.worldxs.net/sms.html
www.hot.it/sms
http://www.uni.de/
http://www.quicksms.de/
http://www.cbfsms.com/
http://www.sms.de/
www.send.sms.to/free.asp
http://www.genie.co.uk/
www.world-free.com/free-sms
www.aircall.ch/sms/sendmsg_main_free.asp
www.telefonmarkt.de/sms/sms_info.php
http://www.free-sms-service.de/
http://www.freesms.2way.de/
www.bestspider.com/sms
http://www.metacrawler.de/
www.jokes.gr/en/sms
www.call-magazine.de/free_sms
http://www.vizzavi.it/
www.uboot.com/uk
www.ournet.md/sms
http://www.cellular.co.za/download_...ms_software.htm
http://www.freesms.co.za/
http://www.hotsms.com/
http://www.jfax.de/
http://www.smsfree.co.uk/
www.mobileedge.co.uk/freesms/freesms.htm
http://www.sms-sprueche.tv/
http://www.sms.mums.it/
http://www.smspup.com/
www.jump.to/freesms
http://www.awalsms.com/
http://www.uaesms.com/
www.jinny.com.lb/sms
www.cellular.co.za/send_sms2.htm
http://www.mobizone.com/
http://www.smspop.com/
http://www.nemra1.com/
http://www.boswtol.com/
http://free-sms-message.com/index.htm
http://adleel.com/sms.htm
http://www.itsalat.com/
http://www.quios.com/
http://www.clickatell.com/
www.ulluminati.ch/Nexus/sms.html
http://www.freesms.net/
http://www.free-sms.com/
http://www.lycos.co.uk/
http://www.sms.at/
http://www.smsyes.com/
www.smsuae.com/sms-uae
http://www.edihasms.com/
www.worldxs.net/sms.html
www.hot.it/sms
http://www.smspress.com/
http://www.freesms.com/
http://www.textmefree.com/
http://www.rosms.home.ro/
http://www.nice-prizes.de/
http://www.uni.de/
http://www.quicksms.de/
http://www.cbfsms.com/
http://www.sms.de/
www.telefonmarkt.de/sms/sms_info.php
www.bestspider.com/sms
www.jokes.gr/en/sms
www.call-magazine.de/free_sms
http://www.vizzavi.it/
www.uboot.com/uk
www.ournet.md/sms
http://www.cellular.co.za/download_f...s_software.htm
http://www.freesms.co.za/
http://www.hotsms.com/
http://www.jfax.de/
http://www.smsfree.co.uk/
www.mobileedge.co.uk/freesms/freesms.htm
http://www.sms-sprueche.tv/
www.cellular.co.za/send_sms2.htm
FDIC as one of four national strategic partners to join in the recovery efforts of non-performing assets from failed banks.
Phoenix, AZ and Minneapolis, MN (PRWEB) March 07, 2012 SMS Financial, LLC (SMS) and Compendium Business Strategies, LLC (CBS) were selected by the Federal Deposit Insurance Corporation (FDIC) as one of four national strategic partners for an initial five-year agreement. The partnership will own portfolios of non-performing bank loans acquired by the FDIC from failed financial institutions, with SMS/CBS providing all aspects of asset management, recovery and servicing.
(PRWEB UK) 7 March 2012
Leading SMS gateway and marketing company, Text Marketer, have analysed 47 agencies that began using their SMS services over the last 12 months. They found that the average savings made were 31%, with one company decreasing their SMS bill by 48%.
SMS text marketing services are a popular communication tool within the recruitment sector. Not only do they provide prospective candidates with the latest job vacancies, but they can also remind those candidates of upcoming meetings and interviews.
The past couple of years have been tough on the recruitment sector. With no real signs of job growth, many agencies have had to look at other ways in which they can save money. The findings of Text Marketer’s research indicate that one way in which recruitment agencies can make significant savings is by changing their SMS gateway provider.
SMS costs have decreased dramatically in recent years. Monthly and annual reductions can also be made for those who are sending a large number of text messages to their customers via bulk SMS messaging services. As a result, recruitment agencies are now beginning to see the potential savings that can be made through using SMS marketing and gateway services to contact their clients.
Richard Hawley, Marketing Director at Text Marketer, spoke about the above findings; “In a market that has become more competitive in recent years, it’s great to see that we are able to help reduce the costs of SMS marketing services for many companies during tough economic times. For us, our clients always come first, and by helping them with SMS costs we can focus on delivering a more effective SMS service, one that is able to achieve its maximum potential.”
“Obviously we work with a range of companies from a number of different sectors but we are hoping that through these findings, more businesses will realise the potential of SMS marketing as a powerful communication tool.”
For more information and to learn more about SMS marketing services please visit http://www.textmarketer.co.uk
About Text Marketer
Since 1999, Text Marketer has been a leader in text messaging solutions for businesses in the UK and abroad. Their mission is to bring the highest quality tools and delivery routes for their clients whilst offering the very lowest rates in the industry. Text Marketer works with a full range of businesses, SMEs, to global PLCs including McDonalds, Sainsbury’s, Domino’s Pizza, Red Bull, Interflora, Coca-Cola and thousands of others.
Samantha Noble
Koozai Ltd
0845 453 1234
Email Information
Jessica Edwards fired 10 service aces and pounded five kills to lead the Swansboro Middle School volleyball team to a 25-12, 25-15 and 25-16 victory over the visiting New Bridge Lady Bears in Thursday’s Onslow Athletic Conference action.
"It is imperative that we offer our customers the latest services to ensure we stay ahead of the game in a highly aggressive mobile landscape," said Vasily Latsanych, vice-president for Marketing at MTS. "By working with Acision, we have deployed a reliable solution architecture and high-throughput platform which ensures a quality messaging service for our customers. Developed by Acision, SMS Pro is based upon the proven technology of Acision Message Plus, which enables us to take messaging to the next level and provide a personalised experience to our customers."
The scope of the project included building the SMS Pro architecture, delivery of servers, software and switching equipment, archive set-up, software deployment and testing, as well as ensuring seamless integration with the existing Acision SMSC. As a result of the highly-scalable, high-capacity infrastructure of Acision Message Plus, MTS can continually extend its SMS Pro messaging capability and design and launch innovative new messaging services for its subscribers.
Jorgen Nilsson, CEO at Acision, said: "Over the period of our relationship, MTS has successfully integrated multiple Acision messaging solutions - such as the Acision SMSC, MMSC and Acision High Speed Proxy (HSP) - which all currently operate on the MTS network. Having launched SMS Pro, MTS have not only future-proofed its network, but distinguished their customer offering through additional messaging functionality, which will increase loyalty by giving consumers more choice over the services they adopt today.
"Thanks to the joint efforts of both our teams, the SMS Pro project represents a transition period where MTS can increase its ability to adapt more quickly to subscribers' demand by providing the latest, most relevant services that will ultimately strengthen its leadership in the market and drive up messaging revenue."
Mobile TeleSystems OJSC ("MTS") is the leading telecommunications group in Russia, Eastern Europe and Central Asia, offering mobile and fixed voice, broadband, pay TV as well as content and entertainment services in one of the world's fastest growing regions. Including its subsidiaries, the Group services over 100 million mobile subscribers. The Group has been awarded GSM licenses in Russia, Ukraine, Uzbekistan, Armenia and Belarus, a region that boasts a total population of more than 230 million. Since June 2000, MTS' Level 3 ADRs have been listed on the New York Stock Exchange (ticker symbol MBT). Additional information about the MTS Group can be found at http://www.mtsgsm.com.
NOTES TO EDITORS
As the global leader in mobile messaging, Acision connects the world by powering relevant, seamless messaging services, which enrich the mobile communications experience and create new opportunities for carriers and enterprises across the world. For more information, visit Acision at http://www.acision.com
Part-4 এ আমি দেখিয়েছিলাম কিভাবে Yahoo Answer Level 1 ID-কে Yahoo Answer Level 2 ID-তে পরিনত করবেন। এই Part-এ আমি দেখাবো কিভাবে Microworkers-এ Yahoo Answer Job করতে হয়।
Microworkers-এ সাধারনত দু’ধরনের Yahoo Answer Job পাওয়া যায়:
1. সাধারন Yahoo Answer Job (Ex. Yahoo Answer + Link to keywords)
2. Cheetuh Yahoo Answer Job (Ex. Yahoo Answer + Link to #RfTr57Y)
দু’ধরনের Yahoo Answer Job-এই আপনাকে একটি Keyword আর একটি URL দেয়া হবে, সেই Keyword-এর সাথে মিল রেখে আপনাকে একটি Question খুজে বের করতে হবে এবং সেই Question-এর Answer করে “What’s your source?” Box-এ তাদের দেয়া URL-টি বসিয়ে Submit দিতে হবে।
সাধারন Yahoo Answer Job-এ “What was expected?”-এর মধ্যেই একটি Keyword আর একটি URL দেয়া থাকে নতুবা তারা একটি URL-এ যেতে বলবে যেখানে গেলেই আপনি Keyword এবং URL পেয়ে যাবেন। আর Cheetuh Yahoo Answer Job-এ “What was expected?”-এর মধ্যে এক নম্বর’এ Go to দিয়ে একটি Website-এ যেতে বলবে, যেখানে গেলেই আপনি Keyword এবং URL পেয়ে যাবেন। চলুন দেখি কিভাবে করা যায়…
১. Yahoo Answer Job করার জন্য র্সবপ্রথম আপনার Yahoo Answer ID (অর্বশ্যই Level 2 ID) দিয়ে http://answers.yahoo.com এ Log in করুন। “What are you looking for?” Box-এ Keyword-টি লিখে Search Y! Answers-এ click করুন।
২. ধরে নিন তাদের দেয়া Keyword = iPhone software এবং URL = http://www.apple.com. একটি কথা আগেই বলে রাখি, যদি কোন Question-এর Best Answer সিলেক্ট করা হয়ে থাকে তাহলে আপনি সেই Question-এর Answer করতে পারবেন না। তাই আপনাকে এমন একটি Question খুজে বের করতে হবে যার Best Answer সিলেক্ট করা হযনি। এ ধরনের Question খুজে বের করতে Keyword-টি লিখে Search দেবার পর “Date Submitted”-এ 24hrs, 3 days অথবা 7 days সিলেক্ট করে Apply দিন।
৩. এখন Search রেজাল্ট থেকে যেকোন একটি Question র্নিবাচন করে Answer Question-এ ক্লিক করুন।
৪. “Your Answer” Box-এ একটি যুক্তি সংগত Answer লিখুন (Top secret: Cheetuh Yahoo Answer Job-এ যুক্তি সংগত Answer না দিলেও কোন সমস্য নাই কিন্তু Yahoo আংকেল বুঝতে পারলে আপনাকে সহ Black list-এ রেখে দিবে)। “What’s your source?” Box-এ তাদের দেয়া URL = http://www.apple.com-টি বসিয়ে Submit দিন।
৫. সাধারন Yahoo Answer Job-এ Required proof হিসেবে আপনার কাছে চাওয়া হবে আপনি যে Question-টির Answer করেছেন তার URL এবং আপনার Yahoo Answer Screen Name.
৬. আর Cheetuh Yahoo Answer Job-এ আপনার কাছে Requider proof হিসেবে চাওয়া হবে 7 Character Code. “What was expected?”-এর মধ্যে এক নম্বর’এ Go to দিয়ে যে Website-এ গিয়ে আপনি Keyword এবং URL পাবেন তার ঠিক নিচে Yahoo Answer URL বসানোর জন্য একটি Box দেখতে পাবেন সেখানে আপনি যে Question-টির Answer করেছেন তার URL দিয়ে Submit দিলেই আপনাকে 7 Character Code দিয়ে দিবে।
৭. কিন্তু যদি আপনি “What’s your source?” Box-এ তাদের দেয়া URL-টি ঠিক মত না বসান তাহলে 7 Character Code দিবে না। আপনি যে Browser ব্যবহার করে Answer করবেন সেটা ব্যতিত অন্য কোন Browser-এ আপনি যে Question-টির Answer করেছেন তার URL বসিয়ে দেখতে পারেন যে আসলেই আপনার দেয়া Answer-টি সেখানে দেখাচ্ছে কি না। অনেক সময় আপনি ঠিকমত Answer দিলেও আপনার Answer-টি সেখানে দেখাবে না, কারন Yahoo Answer কিছু Website-কে তাদের black list-এ রাখে আর সেই Website-এর URL যদি কেউ “What’s your source?” Box-এ দেয় তাহলে তার Answer-টি Automatic ডিলেট হয়ে যায়, সে সকল Job-কে Ignore করাই ভাল।
আশা করি Yahoo Answer Job করতে আপনাদের আর কোন সমস্য হবে না।
আজ এই পর্যন্তই।
Microworkers tutorial part - 4 >> Yahoo answer job:
আপনারা যারা Microworkers.com এ কাজ করেন তারা সকলেই Yahoo answer job এর সাথে পরিচিত। কিন্তু আপনাদের মাঝে অনেকেই জানেন না যে কিভাবে Yahoo answer job করতে হয়। আজ আমি Yahoo answer job নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো। চলুন শুরু করি…
১. Yahoo answer job করার জন্য আপনার দরকার হবে ১টি Yahoo ID (আপনার যে কোন Yahoo Mail ID use করতে পারেন, Yahoo ID তৈরি করা না থাকলে https://edit.yahoo.com/registration গিয়ে ১টি ID তৈরি করে নিন) ।
২. এবার http://answers.yahoo.com এ প্রবেশ করুন। বাম পার্শ্বে Get Started! এ ক্লিক করুন।
৩. এবার আপনার যে কোন Yahoo ID দিয়ে Log in করুন।
৪. Log in হবার পর Get Started! এ ক্লিক করুন।
৫. Yahoo answer এ আপনার ১টি ID তৈরি করার কাজ শেষ। এখন আসল কথায় আসি আপনি যখন প্রথম Yahoo answer এ ID খুলবেন তখন আপনার Level থাকবে 1,কিন্তু microworkers.com এ কাজ করার জন্য আপনার Yahoo answer ID অবশ্যই Level 2 হতে হবে। এখন প্রশ্ন হল কিভাবে আপনি আপনার Level 1 ID কে Label 2 ID তে পরিনত করবেন?
৬. Level 1 ID কে Label 2 ID তে পরিনত করতে আপনার প্রয়োজন 250 Points, আপনি যখন প্রথম Yahoo answer ID খুলবেন তখন আপনাকে বোনাস হিসেবে দেয়া হবে 100 Point. Label 2 ID করতে আপনার আর প্রয়োজন 150 Points. Yahoo answer ID তে Log in করে MY ACTIVITY তে ক্লিক করে আপনি আপনার Points দেখতে পারেন।
৭. আপনি দু’ভাবে Level 1 ID কে Label 2 ID তে পরিনত করতে (150 Points বাড়াতে) পারেন।
৮. যে কোন Question এর Answer করে। প্রতি Question এর Answer করার জন্য আপনাকে দেয়া হবে 2 Points এবং আপনি প্রতিদিন বিশ’টি Question এর Answer করতে পারবেন। যে কোন Question এর Answer করার জন্য BROWSE CATEGORIES এ ক্লিক করুন, Open Question এ অনেক গুলো Question দেখতে পারবেন,সেখান থেকে যেকোন Question এ ক্লিক করুন।
৯. এরপর Answer Question এ ক্লিক করুন।
১০. “Your Answer:” Box এ যে কোন Answer করুন (তবে Answer যুক্তিসংগত হওয়াটা ভাল)। Answer Box এ ১টি ভাল কমেন্ট’ও লিখতে পারেন যদি Answer না জানা থাকে (e.g.”Wow! This Question is great, I also waiting for best answer”)| what’s your source? Box এ কোন কিছু লিখবেন না। এবার Submit Button এ ক্লিক করুন। এভাবে প্রতিদিন ২০টি Answer করে ৩ দিনে আপনি পাবেন ২০x২x৩ =১২০ পয়েন্ট। আপনার আর প্রয়োজন 30 Points.
১১. Question এর Answer করা ছাড়াও আপনি Voting এর মাধ্যমে Points বাড়াতে পারেন। সে ক্ষেত্রে প্রত্যেক Voting এর জন্য আপনাকে দেয়া হবে 1 Point এবং আপনি প্রতিদিন ২৫টি Vote করতে পারবেন। যে কোন Question এ Vote করার জন্য BROWSE CATEGORIES এ ক্লিক করে In Voting এ ক্লিক করুন,এখানে অনেক গুলো Question দেখতে পারবেন,সেখান থেকে যেকোন Question এ ক্লিক করুন।
১২. এর পর যে কোন একটি Answer এ “Vote as Best Answer” এ ক্লিক করুন। এভাবে প্রতিদিন ২৫টি Voting করে ৩ দিনে আপনি পাবেন ২৫x১x৩ =৭৫ পয়েন্ট।
১৩. (বোনাস)+(Answer)+(Voting) করে ৩ দিনে আপনার Points হবে ১০০(বোনাস)+১২০+৭৫=২৯৫।
তাহলেই আপনি হবেন একজন গর্বিত Yahoo answer (Label 2) ID’র মালিক।
আজ এই পর্যন্তই।
মাইক্রোওয়ার্কার্স নিয়ে আজকে শেষ পর্বের পোষ্টিং শুরু করতে যাচ্ছি। যারা আগের দুই পর্বকে অনুসরন করে কাজ করতেছেন বা আগে থেকেই কাজ করে আসছেন মাইওয়ার্কার্স-এ তারা এই পর্ব থেকে জানতে পারবেন কিভাবে মাইক্রোওয়ার্কার্স এর কাজ করার পর অর্থ উত্তোলন করতে হয়।
অন্যান্য বড় বড় আউটসোর্সিং সাইটের মত মাইক্রোওয়ার্কার্স এও আপনি ভাল ভাল কাজ করতে পারবেন। কিন্তু, আগেও বলেছি কাজগুলো হবে অনেক ছোট ছোট তা আপনারও এতো দিনে বুঝে গেছেন আশা করছি। তাও একটি স্টেপ পর্যন্ত পৌছানোর পরে আপনি পেমেন্ট উত্তোন করার জন্য রিকোয়েস্ট করতে পারবেন। আর মাইক্রোওয়ার্কার্স এর নিয়মানুযায়ী আপনি $10 আয় করার পর পরই উত্তোলনের জন্য রিকোয়েস্ট করতে পারবেন। এখানে আপনি যদি প্রথম বারের মত মাইক্রোওয়ার্কার্স থেকে অর্থ উত্তোলন করতে চান তবে, আপনাকে উত্তোলনের আগেই আপনার ঠিকানা ভেরিফাই করাতে হবে। তার পরে যেকোন সময় আপনি অর্থ উত্তোলন করাতে পারবেন। তো চলুন এবার কিভাবে কি করতে হবে দেখা যাক….
১. প্রথমে বারের মত উত্তোলন করতে হলে আপনাকে নিচের পদ্ধতিগুলো অনুসরন করে আপনার ঠিকানা ভেরিফাই করাতে হবে। এর জন্য আপনার মাইক্রোওয়ার্কার্স একাউন্টে লগইন করুন। তারপর “Withdraw $” পেজে ক্লিক করুন।
২. যদি আপনার একাউন্টের অর্থ এর পরিমান $10 পার হয়ে থাকে তরে নিচের মত ইনফো দেখতো পারবেন। সেখানে থেকে “Place a new withdrawal request” লিঙ্কে ক্লিক করুন।
৩. এবার আপনাকে একাউন্ট টাইপ সিলেক্ট করতে হবে, মানে আপনি কোন একাউন্টের মাধ্যমে আপনার মাইক্রোওয়ার্কার্স এর অর্থ উত্তোলন করতে ইচ্ছুক। অপশন পবেন তিনটি: ক) পেপাল, ক) মানিবুকার্স, এবং গ) এলার্টপে। আপনার ইচ্ছামত(যেখানে আপনার একাউন্ট করা আছে) একাউন্ট টাইপ সিক্টে করুন। আমি এখানে এলার্টপে সিলেক্ট করেছিলাম। তারপর, “Amount to withdraw”-তে আপনি কত ডলার উত্তোলন করবেন তা লিখে দিন। তবে হ্যা, “$” টি লিখবেন না। তা না হলে কাজ করবে না। এখানে একটি কথা জেনে রাখা ভাল যে, যখন মাইক্রোওয়ার্কর্স এর রেজিষ্ট্রেশন করেছিলেন; তখন $1 ফ্রি হিসাবে দেয়া হয়েছিল। এই $1 এবং ট্রান্সফার ফিস(যত % ফিস কাটবে) বাদে আপনার একাউন্টে যত ডলার থাকবে ততই উত্তোলনের জন্য রিকোয়েস্ট করতে পারবেন। তবে, প্রথম উত্তোলনের সময় $9-ই করা ভাল। এখন যে একাউন্টে ট্রান্সফার করবেন তার লগইন আইডি/মেইল ঠিকানাটি Send payment to এর ঘবে লিখে দিন। তারপর Submit request এ ক্লিক করুন।
৪. পরবর্তী পেজটিতে আপনাকে confirmation message দিবে।
৫. এবার আবারো “Withdraw $” পেজে ক্লিক করুন। দেখুন এবার নিচের মত করে লিখা গুলো প্রদর্শন করছে। এখন আপনাকে পুরো ২১ দিন অপেক্ষা করতে হবে ঠিকানা ভেরিফিকেশন লেটার হাতে পাবার জন্য। নিচের ইমেজের লিখাগুলো পড়েই দেখুন কি বলছে।
এখানেও কিছু কথা না বললেই নয় যে, অর্থ উত্তোলনের রিকোয়েস্ট দেয়ার আগে অবশ্যই আপনার ঠিকানাটি নির্ভূলভাবে লিখবেন। তা না হলে আপনি আপনার মাইক্রোওয়ার্কার্স এর একাউন্টও ভেরিফাই করতে পারবেন না এবং অর্থও উত্তোলন করতে পারবেন না। সো, বি কেয়ারফুল!
৬. ২১ দিন পরে পিন নাম্বার সহ ভেরিফিকেশন লেটার/চিঠিটি হাতে পেলে মাইক্রোওয়ার্কার্স এ লগইন করে আবরো “Withdraw $” পেজে ক্লিক করুন। তারপর “Enter PIN number” লিঙ্ক এ ক্লিক করুন।
৭. নিচের মত পেজ আসলে, ভেরিফিকেশন লেটারে যে পিন নাম্বারটি লিখা থাকবে সেটি PIN number লিখা এর পাশে ফাকা বক্সে লিখে দিয়ে Submit PIN এ ক্লিক করুন।
৮. এরপরে পিন নাম্বারটি সঠিকভাবে সাবমিট হলে আপনাকে জানিয়ে দেয়া হবে যে খুব শিঘ্রই আপনার কাঙ্খিত একাউন্টে(উত্তোলন রিকোয়েস্ট এর সময যে একাউন্ট নির্বাচন করেছিলেন) ডলার পাঠায় দেয় হবে। এটা হতে পারে সাথে সাথেই, কয়েক ঘন্টার মধ্যেই অথবা দুই-তিন দিন পর। উল্লেখ্য আমি পেয়েছিলাম দুই দিন পরে।
ব্যাস!, এবার কাজ করুন আর টুকু গুনুন। আর হ্যা, কোথাও সমস্যা হলে জানাতে ভুলবেন না কিন্তু।